মাই ডটার
প্রভাত ভট্টাচার্য
প্রচ্ছদ : টম গ্যালি বারসন
অ্যাঞ্জেলিনার এখানে খুব ভালো লাগছে। এই উৎসবের পরিবেশ, বিশেষতঃ এত আন্তরিকতা, তাকে মুগ্ধ করেছে। তার ক্যামেরায় প্রচুর ছবি তুলেছে সে। তার ফোটোগ্রাফির শখ। ভারতীয় খাবারদাবারের সঙ্গে সে কিছুটা অভ্যস্ত। লন্ডনে ভারতীয় এবং বাংলাদেশি রেস্টুরেন্টে তারা প্রায়ই যায়। এখানকার খাবারে তার অসুবিধা হচ্ছে না। তবে মিনারেল ওয়াটার ছাড়া অন্য জল খেতে জিৎ তাকে বারণ করে দিয়েছে। অ্যাঞ্জেলিনা কিছু বাংলা শব্দ শিখেছে। ইচ্ছে আছে বাংলা আর হিন্দী ভালো করে শেখার।
অ্যাঞ্জেলিনা একটা চেয়ারে বসে পুজো দেখছিল। জিৎ কাছেই দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছিল। সেই সময় একটা মেয়ে একটা ছোট রেকাবিতে করে তার জন্য কিছু ফল আর সন্দেশ আনল। মেয়েটা এই বাড়িতেই কাজ করে। তার নাম রাণী।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি