চৌকো ছক্কা

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
Subal Dutta • Chandan Sarkar • Rina Bhoumik • Amal

মূল্য
₹432.00 ₹450.00 -4%
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

চৌকো ছক্কা 

সুবল দত্ত • চন্দন সরকার • রীনা ভৌমিক • অমলেন্দু চক্রবর্তী 

প্রচ্ছদ : মানস রায় 

ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে যে সব প্রদেশে বঙ্গভাষীদের বসবাস, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, তাদের এক সম্মিলিত নাম বহির্বঙ্গ। কেউ কেউ বলতে ভালোবাসেন বৃহৎবঙ্গ। আবার কেউ কেউ বাংলার এই ভিতর বাহির মানেন না। বিশ্বাস করেন না।

বিতর্কে না গিয়ে বলা যায়, এই বহির্বঙ্গ বা বৃহৎবঙ্গের বাংলা সাহিত্যের আঙিনায় বিহার প্রদেশ বহু আগে থেকেই এক উজ্জ্বল স্থান অধিকার করে আছে। বাংলা গদ্য-সাহিত্য ক্ষেত্রে এ প্রদেশের অবদান অসামান্য। বাংলার প্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যকাল থেকে বেশিরভাগ সময় কেটেছে ভাগলপুরে। বিখ্যাত এয়ী সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ে বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং সতীনাথ ভাদুড়ী ছিলেন পুরোপুরি বিহারের লোক। এছাড়াও বিহারের বাংলা সাহিত্যের সঙ্গে জুড়ে আছেন তিন বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বিভূতিভষণ ও কেদারনাথের নাম। 

২০০০ সাল থেকে বিহার থেকে আলাদা হওয়া নবীন রাজ্য ঝাড়খণ্ড প্রদেশেও বাংলা গদ্যের চাল সমান তেজিয়াল। আর এক কথাসাহিত্যিক বিমল কর-এর লেখকীয় যাত্রা শুরু অবিভক্ত ঝাড়খণ্ডের ধানবাদ জেলা সদর থেকে। এই ধানবাদেরই ঝরিয়া, জামাডোবা, কোলিয়ারি অঞ্চল থেকে উঠে এসেছেন যশোদাজীবন ভট্টাচার্য্য, শচীন বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা চক্রবর্তী, পূর্ণেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। নতুন এক গদ্যরীতির প্রবর্তক কমল চক্রবর্তী ঝড়খণ্ডের জামশেদপুর থেকে। জামশেদপুর থেকেই আর এক প্রথা ভাঙ্গা গদ্যকার বারীন ঘোষাল এবং ঝুরো গল্প নিয়ে ক্রমাগত কাজ করে যাওয়া কাজল সেন। নতুন দিগন্ত খুলে দেওয়া দামাল গদ্যকার অজিত রায় আবির্ভাব থেকে তিরোধান পর্যন্ত ধানবাদের স্থায়ী বাসিন্দা। কমল, বারীন, অজিত এই তিনজনের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এই গ্রন্থের চার ঝাড়খণ্ডি গদ্যকার। তবে এই চার জনের মধ্যেই আছে সম্পূর্ণ পৃথক, নিজস্ব গল্প লেখার কৌশল নিজস্ব ভাষা।

এ সংকলনে প্রত্যেকের আছে ছটি করে গল্প। এই গল্পগুলির প্রেক্ষাপট ঝাড়খণ্ড ও অবিভক্ত জেলা মানভূম, বর্তমান ধানবাদ এবং ঝাড়খণ্ড ও পশ্চিম বাংলার সীমান্ত এলাকা। প্রতিটি গল্পে পাঠক পাবেন ঋদ্ধ রসবোধ, গভীর সমাজ চেতনা ঘোরালো জীবন রহস্য। মানব চরিত্রের অনেক দুরূহ কোণে আলো ফেলে এইসব গল্প।

চার কলমবাজ ছক্কা হাঁকিয়েছেন 'চৌকো ছক্কা' গ্ৰন্থে। 

পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি