তেজস্বিনী

(0 পর্যালোচনা)
লিখেছেন/সম্পাদনা করেছেন
দ্বীপচক্র

মূল্য
₹290.00
পরিমাণ
মোট দাম
শেয়ার করুন

তেজস্বিনী 

(কিছু গল্প না বললেই নয়) 

লেখক – দ্বীপচক্র

প্রচ্ছদ – চিন্ময় মুখোপাধ্যায় 

বইয়ের কিছু অংশ—

গতকাল রাত থেকে নাইট ডিউটি চলছে তেজস্বিনীর। কলকাতা পুলিশের থানাগুলোতে সাধারণত রাত ৯টা থেকে নাইট ডিউটি শুরু হয়। যদিও এই সময়টা পরিবর্তনশীল। থানার বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় খবরটা পেলেন তেজস্বিনী। সেরেস্তা-কনস্টেবল রমেশ সাহা দৌড়ে এসে বললেন, “ম্যাডাম, একটা বাজে খবর আছে।” কথাটা বলেই চুপ করে গেলেন রমেশ।

“পুলিশের কাজে সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হয়। কোনও খবরই আমাদের কাছে খুব ভাল বা খুব খারাপ নয়। তাই ওসব নিয়ে না ভেবে খবরটা কী, সেটা বলুন।” মুখের হাসিটাকে বজায় রেখেই উত্তর দিলেন তেজস্বিনী।

“আলিমুদ্দিন স্ট্রীট আর রিপন স্ট্রীটের ক্রসিং এ দু’তলা একটা বাড়ি আছে। অনেকদিনের পুরনো বাড়ি। সেখানেই একা থাকেন ৬৮ বছরের মাধুরী মিত্র। ওঁর স্বামী অনেক বছর আগেই গত হয়েছেন। ওঁর তিন মেয়ে। সবাই বিবাহিত। বর্তমানে ওরা বিভিন্ন জায়গায় পরিবারের সঙ্গে আলদা থাকেন। বাড়িতে একজন সব সময়ের পরিচারিকা আছেন। এছাড়া একজন সিকিউরিটি গার্ডও আছেন। গ্রাউন্ড ফ্লোরে দুটো আলাদা আলাদা ঘরে পরিচারিকা আর সিকিউরিটি গার্ড থাকেন। দোতলার একটা ঘরে একাই থাকেন মাধুরীদেবী। ওই বাড়ির সিকিউরিটি গার্ড থানায় ফোন করে এইমাত্র জানালেন, সকালে ঘুম থেকে উঠে উনি নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে রোজের মতন দোতলার ঘরে গিয়ে দ্যাখেন, শোবার ঘরে মাধুরীদেবী নিজের বিছানার উপরে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন। ওঁর মুখে বড় একটা সেলোটেপ আটকানো। হাতগুলো পিছমোড়া করে বাঁধা। ঘরের একটা আলমারি খোলা অবস্থায় রয়েছে। ওই আলমারির লকারটাও খোলা। মাধুরীদেবীর হাত-পায়ের বাঁধন খুলে, ওঁর মুখের সেলোটেপ সরিয়ে ওঁকে মুক্ত করতেই উনি বলেন, ভোররাতে পাঁচজন লোক ওঁর ঘরে ঢুকে ওঁকে ভয় দেখিয়ে সবকিছু লুঠ করে নিয়ে পালিয়ে গেছে। পালাবার আগে ওঁকে ওই অবস্থায় ফেলে রেখে চলে যায় ওরা।” এক নিঃশ্বাসে কথাগুলো ঝরঝর করে বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন রাজেশ। ওঁর শরীরী ভাষা থেকে এটা স্পষ্ট যে খবরটা শুনেই উনি যথেষ্ট বিচলিত হয়ে পড়েছেন। 

“কলকাতার বুকে ডাকাতি! অবাক কাণ্ড! ঠিক আছে, আপনি একটা কাজ করুন, বড়বাবুকে খবরটা দিন। ফোর্স রেডি করুন। আমি এখনই যাব ওখানে।” কথাগুলো বলেই থানার অফিসারস-রুমের দিকে দৌড়লেন তেজস্বিনী।

তারপর?.......


পর্যালোচনা ও রেটিং

0 মোট 5.0 -এ
(0 পর্যালোচনা)
এই বইয়ের জন্য এখনও কোন পর্যালোচনা নেই

সংশ্লিষ্ট বই

বই সংক্রান্ত জিজ্ঞাসা (0)

প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য

অন্যান্য প্রশ্নাবলী

কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি