স্বপনে দোঁহে
সুব্রত দত্ত
প্রকাশক : অর্পিতা প্রকাশনী
পরিবেশক : প্রভা প্রকাশনী
বাবা স্বর্গীয় মনমোহন দত্ত উত্তরবঙ্গের ডুয়ার্সের ক্রান্তি নামক ছোট্ট জনপদে 'দেবীকোড়া হাই স্কুলে শিক্ষকতা করতেন। স্কুল জীবন সেখানেই শুরু। তারপর কলকাতার 'শ্যামাপ্রসাদ কলেজে' বি.কম পড়া। গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সের (BLA) পর ১৯৮৪ সালে পঃ বঙ্গ সরকারের পাবলিক লাইব্রেরি সার্ভিসে লাইব্রেরিয়ান হিসাবে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের হেমকুমারী নামক গ্রামে "তরুণ পাঠাগারে" কর্মজীবন শুরু। ১৯৯৭-১৮ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক। ২০০১ সালে বদলি হয়ে শিলিগুড়ি পুরসভার সংযোজিত এলাকার (জলপাইগুড়ি জেলা) 'মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতি পাঠাগারে' যোগদান। তরুণ বয়সকাল থেকেই গল্প কবিতা লেখায় আগ্রহ প্রকাশ। গণনাটা আন্দোলনে ('উত্তরপনি শাখা, শিলিগুড়ি) নাটকে হাতেখড়ি। সেখানে 'গুলশন' নাটকে 'নাডু"-র চরিত্রে অভিনয় তাঁর নাট্যজীবনের মাইল ফলক। হলদিবাড়ির 'থিয়েটার সেন্টার', 'বান্ধব সমাজ'-এ অভিনয় এবং গণনাট্য সঙ্ঘ, 'অগ্নিবীণা' শাখা প্রতিষ্ঠা তাঁর সাংস্কৃতিক কর্মকান্ডের পরিচায়ক। বর্তমানে শিলিগুড়ির 'ত্রিস্রোতা সাহিত্য ও সংস্কৃতি প্রবাহ'-এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব সামলে সাহিত্য পরিবারের সকল গুণীজনদের সাথে নিয়ে সুস্থ সাহিত্য ও সংস্কৃতির বিস্তারে। আগুয়ান। ৪৪ বছরের অভিজ্ঞতা রয়েছে মঞ্চ-নাটকের। অভিনয়, পরিচালনা, নাট্যরচনা ও সংগঠক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন। চাকরি সূত্রে তৈরি বইয়ের সাথে নিবিড় সম্পর্ক আজও রয়েছে। এখন লেখা, অভিনয় ও পরিচালনা সর্বক্ষণের সঙ্গী। তাঁর বেশির ভাগ সৃজনে উত্তরবঙ্গের প্রাধান্য বিদ্যমান। ছাপার অক্ষরে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস 'স্বপনে দোঁহে শিলিগুড়ি কেন্দ্রিক। তাঁর কবিতা ও গল্প বিভিন্ন সংকলনে প্রকাশিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি