প্রিয় অমল
শাশ্বতী গঙ্গোপাধ্যায়
প্রচ্ছদ - পার্থপ্রতিম দাস
সকলের মধ্যেই ঘুমিয়ে আছে ছেলেবেলার অমল। আর আমরা যারা জীবনের মধ্যযামে পৌঁছেছি তাদের প্রত্যেকের মনের মধ্যে প্রতীক্ষারত এক চিরন্তন ডাকঘর।
এমনই এক সময় এল লকডাউন। কবিরাজ বাইরে বেরোতে বারণ করে দিলেন সবাইকে। সুধার কিন্তু জীবনের পুষ্পসম্ভার দেওয়া হল না অমলকে। কী চায় অমল? কোথায় থাকে সে? দইওয়ালাদের গ্রামে, না কি ‘হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনখানে।’ সুধা জানে না। সে শুধু জানে, অমল তাকে ভুলে যেতে বারণ করেছে। তাই চিরঅম্লান ডাকঘরের সুরভিমাখা সুধা আজও দাঁড়িয়ে আছে তার প্রিয় অমলের জন্য।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি