অন্য বিভূতিভূষণ
শাশ্বতী মণ্ডল
দিনলিপির বিভূতিভূষণকে আমরা তেমন করে কেউ চিনি না, সাহিত্যে রসনা তৃপ্তির এমন চেনা চেনা চিত্র লেখক বিভূতিবাবু লিখেছেন যে, তা পাঠককে তৃপ্তি দেয়। কিংবা শিক্ষক চরিত্রগুলি কেমন করে ফুটে ওঠে তাঁর লেখায়! কেমন হয় প্রেম তাঁর সাহিত্যে? পথের পাশে ফুটে থাকা অজস্র গল্পের চরিত্র তিনি কি নিজে দেখেছিলেন? দুঃখ নদীর স্রোত বয়ে কেমন করে আসে অপার্থিব আনন্দের আভা? তিনি দেখিয়েছেন আমাদের। এই সব কিছুর সঙ্গে আছে লেখিকার নিজের মনের মাধুরী মেশানো দর্পণে মরমিয়া কথা সাহিত্যিককে লেখা কল্পনার কিছু চিঠি।এই সব কিছু নিয়েই বইখানি।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি