মৃণাল সেন : সত্তা ও সৃষ্টি
সম্পাদনা : অনীশ ঘোষ
মৃণাল সেনের প্রথম হিন্দি ছবি 'ভুবন সোম' তাঁকে ভারতীয় 'নবতরঙ্গ' ছবির পুরোধা তরঙ্গ-স্রষ্টার তকমা দিল, সেই সঙ্গে সর্বভারতীয় ক্ষেত্রে খানিকটা 'বক্স অফিস' সাফল্যও। 'পথের পাঁচালী'-র দেড় দশক পরে এদেশের সিনেমা-ভুবনে আবার একটা নতুন উড়ান-আর সেখানে জয়স্টিক হাতে পাইলটের ভূমিকায় মৃণাল সেন। নয়ের দর্শকের মাঝামাঝি থেকে মৃণাল সেন যখন ছবি করা বন্ধ করলেন, তখন থেকেই গড়পড়তা বাঙালি তাঁর সম্পর্কে সহজ হলেন। তাঁকে কাছে টানলেন। আগ্রহ দেখালেন। কারণ, চলচ্চিত্রকার মৃণাল সেন-কে তখন আর তাঁদের ভয় পাওয়ার কিছু নেই।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি