বাংলায় বিপ্লববাদ
নলিনীকিশোর গুহ
'স্বদেশী'রও বহুপূর্বে মনের দিক দিয়া বাঙালী বিপ্লববাদী হইয়া পড়িয়াছিল। উত্তরাধিকারসূত্রে সেই মনের মালিক হইয়াই বাংলার যুবজন দেশাত্মবোধের নূতন ধারায় মাতিয়া বিপ্লবের অভিনব পথে যাত্রা করিয়া বসিল। সে-পথের আদি-মধ্য-অন্তে কত অদ্ভূত কর্ম, কত ত্যাগ, কত রক্তাক্তস্মৃতি, আদর্শের কতই না অগ্নিপরীক্ষা-১৯০৪ হইতে ১৯৪৫ সাল অবধি ৪০ বৎসরব্যাপী বিপ্লবী বাংলার স্বাধীনতা-সংগ্রামের পরিচয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি