বাঙালির মধ্যযুগের চিত্রকলা
অঞ্জন সেন
মধ্যযুগে বাঙালি কাব্য ও সংগীতচর্চায় যতটা মনোনিবেশ করেছিল চিত্রকলায় তা করেনি। দুঃখের বিষয় বাংলার মধ্যযুগের চিত্রকলার বৃত্তান্ত নিয়ে কাজ হয়েছে সামান্য। চিত্রকলার কী অবস্থা ছিল পরিস্কার জানা যায়না। তবে নিঃসন্দেহে এ কথা বলা যায়, মধ্যযুগে সর্বস্তরের মানুষ এখনকার চেয়ে আরো বেশি চিত্রকলাকেও উপভোগ করতেন।
এই গ্রন্থে বাংলার প্রাক ঔপনিবেশিক চিত্রকলা বিষয়ে সংক্ষিপ্ত নিবন্ধ সংকলিত। বাংলার পুঁথিচিত্র, পাটাচিত্র, পটচিত্র, মন্দিরগাত্রচিত্র আলোচিত।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি