অশ্লীল তাপাঙ্কের নীচে
অনুপম মুখোপাধ্যায়
'অশ্লীল তাপাঙ্কের নীচে' সময়ের অন্তর্গত ভাষাকে ধরার এবং প্রশ্ন করার আখ্যান। দূষিত রক্ত যখন সমাজের চামড়ার তলায় কালো হয়ে আছে, তখন এই উপন্যাস আপনার হাতে সবচেয়ে জরুরি হয়ে ওঠে। থেঁতো হয়ে যাওয়া বিবেকের মুখের কাছে সুপেয় জল নিয়ে যাওয়ার প্রয়াস এই উপন্যাস। মিগেল দে সারভান্তেস তাঁর সময়ে যেটা করেছিলেন, সমকালীন পশ্চিমবঙ্গে বসে সেটাই করতে পেরেছেন অনুপম মুখোপাধ্যায়। আমরা ঠিক কতটা জেগে আছি? কতটা বেঁচে আছি? এই উপন্যাস যে প্রশ্নগুলো করে, এই উপন্যাসই সেগুলোর উত্তর দেয়।
প্রবেশ করুন বা রেজিস্টার করুনআপনার প্রশ্ন পাঠানোর জন্য
কেউ এখনো কোন প্রশ্ন জিজ্ঞাসা করেননি