আমাদের মায়াবী সময়
অহনা বিশ্বাস
কোন সময় মায়াবী হয়ে ওঠে, কীভাবে! কারা তার পাত্রপাত্রী, কুশীলব?
স্বাধীনতার পর এক মাঝারি গোছের মফস্বলে যখন একটি বড়সড় স্টিল-কারখানা বিকশিত হয়, সেখানকার বড়ো-মেজ-সেজ-ছোট সাহেবদের জীবনযাপন অত্যুচ্চ স্তরে গিয়ে পৌঁছয়। কিন্তু তা কেবল কয়েক পুরুষের গল্প।
তারপর একদিন দুর্যোগ নেমে আসে, কারখানায় তালা পড়ে। ফলে অর্থনীতি থেকে শুরু করে পুরো অঞ্চলের সবকিছু বদলে যায়। বদলে যায় জীবনযাপন, মানুষের সম্পর্কের সুতোর বাঁধন। ধীরে ধীরে ভাঙা মরচে ধরা বিশাল যন্ত্রপাতির মধ্যে বুনো লতা গজায়, লকলকিয়ে বেড়ে ওঠে। কারখানার ফাঁকা জায়গায় চাষ করে বাঁচে গরীব হয়ে যাওয়া ম্যানেজার, ইঞ্জিনিয়ারদের বংশধরেরা।
তখন উপাখ্যানের ওপর আর এক মায়াবী রহস্যের তেরছা আলো পড়ে।